আগুনে খামারী দম্পত্তির স্বপ্ন ভঙ্গ, ঋণ ও ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায়
মেধাবী ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালানোর স্বপ্নে দিয়েছে মুরগীর খামার, লাভের মুখও দেখতে শুরু করেছে। সেই খামারটি অগ্নিকান্ডে পুড়ে যাওয়ায় ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়লো এক খামারি দম্পত্তি। গত সোমবার রাত ১১ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপির পশ্চিমপাড়ায় মোস্তাফিজার ইসলাম দম্পত্তির ১২ শ’ মুরগীর বাচ্চা, মুরগীর খাদ্য ২০ বস্তা, ধান ৪ বস্তাসহ খামারটি সম্পূর্ণ ভূস্মিভুত হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা।
বড়ভিটা ইউপির পশ্চিমপাড়া গ্রামের মৃত আফজাল হোসেন পুত্র মোস্তাফিজার ইসলাম একটি কম্পিউটারের দোকান দিয়ে কোনভাবে সংসার চালাতো। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ দিন দিন বেড়ে যায়। মেয়েটি বিজ্ঞান বিভাগে পড়াশুনা করছে মেলাবর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে আর ছেলেটি পড়াশুনা করছে স্থানীয় একটি কিন্ডার গার্ডেন্ট স্কুলে প্রথম শ্রেণিতে। ভাই-বোন দু’জনেই মেধাবী। তাদের কাস রোল-০১। মেধাবী ছেলে-মেয়ের পড়াশুনায় যাতে কোন ব্যাঘাত না ঘটে এজন্য মোস্তাফিজার দম্পত্তি ঋণ করে প্রথমে ২ শ’ মুরগীর বাচ্চা নিয়ে একটি খামার দেয়। লাভের মুখ দেখায় ছেলে মেয়ের লেখাপড়ার দুশ্চিন্তা মুক্ত হয় এ দম্পত্তির। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে খামারটি বড় করে ১২ শ’ সোনালী মুরগীর বাচ্চা নিয়ে লালন পালন শুরু করে। বাচ্চাগুলো বড় হচ্ছিল। কিন্তু আগুন তাদের সে স্বপ্ন ধুলিসাৎ করে দিল। গত সোমবার রাতে অগ্নিকান্ডে এ দম্পত্তির স্বপ্নের খামারটির ১২ শ’ মুরগীর বাচ্চা, বাচ্চাগুলোর ২০ বস্তা খাদ্য, ৪ বস্তা ধানসহ খামারটি পুড়ে ছাই হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লক্ষ টাকা। খামারটি ভস্মিভূত হওয়ায় ওই দম্পত্তি একদিকে ঋণের চিন্তা অন্যদিকে ছেলে-মেয়ের লেখাপড়ার দুশ্চিন্তায় পড়েছে। তাদের অভিযোগ পূর্ব শক্রুতার জেরে দুস্কৃতিকারীরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খামারটির মালিক মোস্তাফিজার ইসলামের স্ত্রী লাইলী বেগম জানান- রাত ১১ টার দিকে আমার মেয়ে হঠাৎ চিৎকার করতে থাকে আগুন আগুন বলে। ঘর থেকে বের হয়ে দেখতে পাই খামারটিতে আগুন লেগেছে। আগুন নেভাতে নেভাতে সম্পূর্ণ খামারটি পুড়ে যায়। এ খামারটির লাভ থেকে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালানো শুরু করেছি। এখন আমাদের কি হবে? তিনি আরও জানান- বিভিন্ন স্থান থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে এ খামারটি দিয়েছি ঋণ কিভাবে শোধ করবো?
খামারটির মালিক মোস্তাফিজার ইসলাম জানান- স্বপ্নের খামারটি পুড়ে ছাই হল। তার অভিযোগ দুস্কৃতিকারীরা রাতের অন্ধকারে আমার খামারে আগুন লাগিয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল জানান- রাতে খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। অগ্নিকান্ডের ঘটনায় ওই খামারী একটি অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি দেখছি।

কিশোরগঞ্জ(নীলফামারী)