পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী জাকিয়ার সংবাদ সম্মেলন
মেয়র নির্বাচিত হলে পঞ্চগড় পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জাকিয়া খাতুন। তিনি গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা শহরের রাজনগরস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ১৭ দফা ইশতেহার ঘোষণাকালে তিনি এ ঘোষণা দেন। ইশতেহারে তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি পঞ্চগড় শহরকে গ্রীণ, কীন, ডিজিটাল ও আধুনিক সৌন্দর্য মন্ডিত, পরিবেশ বান্ধব, আলোকিত নগরী গড়ে তোলাসহ পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার ঘোষণা দেন। তিনি বলেন বিএনপি’র একজন মেয়র দীর্ঘদিন ধরে নির্বাচিত হয়ে লুটপাট করে খেয়েছেন।
পৌরবাসীর কোন উন্নয়নই তিনি করেননি। পৌরসভার অধিকাংশ রাস্তা ভাঙ্গাচোরা। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। সামান্য বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতায় পড়ছে পৌরবাসী। মেয়র কোটি কোটি টাকা লুটপাট করে খেলেও তিনি পৌরবাসীর সমস্যা নিরসনে দীর্ঘদিনেও কোন উদ্যোগ নেননি। তাই পঞ্চগড় পৌরবাসী এবার পরিবর্তন চায়। কিন্তু বিএনপি’র মেয়র প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার জন্য একের পর এক মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন। গত নির্বাচনে তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি বিএনপি’র মেয়র হওয়ায় কাজ করতে পারছেন ন্যা। এজন্য তিনি আর নির্বাচন করবেন না। কিন্তু এবারও তিনি প্রার্থী হয়েছেন। তিনি কেন প্রার্থী হয়েছেন তা সবার জানা। মিথ্যা ঘোষণার ইশতেহার দিয়ে তিনি পৌরবাসীর সাথে প্রতারণা করছেন। ৩৫ বছরেও তিনি যা করতে পারেননি পাঁচ বছরে তিনি আর কি করতে পারবেন? তিনি ১৭ দফা ইশতেহার ঘোষণা করে বলেন, নির্বাচিত হলে তিনি ইশতেহার ছাড়াও পৌরবাসীর প্রয়োজনে যা যা উন্নয়নমূলক কাজ করা প্রয়োজন তা তিনি করবেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সাবেক সংসদ সদস্য ফরিদা আক্তার হীরা, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু তোয়বুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাস আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার প্রমূখ।

পঞ্চগড় প্রতিনিধি