বগুড়ার শিবগঞ্জে ১৬০ কেজি ফুল কপিতে ১ কেজি গরুর মাংশ
শীতের আগমনে সবজিতে ভরপুর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটের সবজির বাজার। শীতের শুরুতে আগাম সবজির দাম চড়া হলেও গত কয়েকদিনে সবজি বাজারে ধস নামায় শিবগঞ্জ উপজেলার কৃষকরা ১৬০ কেজি (৪মণ) ফুলকপি বিক্রি করে ১ কেজি গরুর মাংস ক্রয় করতে পারছে না। মঙ্গলবার বাজারে গিয়ে দেখা যায় প্রতিমণ কপি বিক্রি হচ্ছে ১শত থেকে ১ শত ২০ টাকায়। এর ফলে ১ কেজি মাংশ কিনতে কৃষককে ৪ মণ কপি বিক্রি করতে হয়েছে। এ নিয়ে সাধারণ ভোক্তারা স্বস্তি প্রকাশ করলেও কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা । উত্তরবঙ্গের বিখ্যাত মহাস্থানের সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এহাটের সবজি প্রতিদিন অর্ধশত ট্রাক যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।শীতের সবজি চাষে প্রথম অবস্থায় ভালো দাম পেয়ে কৃষক বেশ খুশি হয়েছিল।কিন্তু বর্তমানে দাম পরে যাওয়ায় তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।মহাস্থান হাটের পাইকারী ব্যাবসায়ী ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় বর্তমান সময়ে সবজির প্রচুর আমদানী হওয়ায় দাম একেবারে নেমে এসেছে। সোমবার মহাস্থান পাইকারী কাঁচা বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি নতুন আলু ৪০/৪৫ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ৩/৪টাকা, বাধাঁকপি ৮/১০টাকা, মুলা ২ থেকে ৩ টাকা কেজি, শিম বিক্রি হচ্ছে ১৫/২০ টাকায়, প্রতি কেজি বেগুন ১৫ থেকে ২০ টাকায়, লাউ ১০ থেকে ১৫ টাকা, ঢেঁড়শ ১৫ টাকা, পটল ২০ থেকে ২৫ টাকা, করলা ৩০ টাকা, পালংশাক ১০টাকা, ধনেশাক ২৫ টাকা কেজি।

অনলাইন ডেস্ক