বিজয় দিবসে শীতবস্ত্র ও সংবর্ধনা পেলো হিলির বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার
মহান বিজয় দিবসে শীতবস্ত্র, খাদ্য, অর্থ ও ফুলের সংবর্ধনা পেলো দিনাজপুরের হিলির বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার গন।
আজ বুধবার দুপুরে হিলি চেকপোস্ট সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও শীতবস্ত্র, খাদ্য, অর্থ বিতরণে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারাব হোসেন প্রতাব মল্লিক প্রমুখ।

মোসলেম উদ্দিন,হিলি (দিনাজপুর)