গাইবান্ধায় আটককৃত ঘড়িয়াল আবার নদীতে অবমুক্ত
গাইবান্ধায় জেলেদের জালে ধরা পড়লো মহাবিপন্ন প্রজাতির ঘড়িয়াল। আজ ১৭ ডিসেম্বর গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় যমুনা নদীতে মাছ ধরার সময় মহাবিপন্ন প্রজাতির একটি ঘড়িয়াল ধরা পড়ে। কুমির ভেবে জেলেরা ঘড়িয়ালটিকে বেঁধে বালাসীঘাটে নৌকার সাথে আটকে রাখে। এ খবর মুহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছেই টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্ট রিসার্চ (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্য মোনারুল ইসলাম লোক সমাগম দেখে এগিয়ে গিয়ে দেখেন একটি ঘড়িয়াল দড়ি দিয়ে বেঁধে নৌকার সাথে আটকে রাখা হয়েছে। ঘড়িয়ালটির ছবি সহ সংগঠনে জানানো হলে তীর এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আরাফাত রহমান ঘড়িয়ালটি উদ্ধারের জন্য দ্রুত বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জনাব জহির উদ্দিন আকন এর সাথে যোগাযোগ করে বিষয় জানায়। এছাড়াও প্রকৃতি ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ রাজশাহীর পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবিরকে জানানো হয়। এর মধ্যে গাইবান্ধা হতে "তীর" গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক জিসান মাহমুদ সহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য বালাসীঘাটে পৌঁছে সংশ্লিষ্ট জেলেদের ঘড়িয়াল এর সম্পর্কে জানায় এবং বন্যপ্রাণী সংরণের গুরুত্ব ও বন্যপ্রাণী আইন সম্পর্কে বোঝানো হয়।
পরবর্তিতে বন অধিদপ্তরের কর্মকর্তদের মধ্যস্থতায় জেলেরা ঘড়িয়ালটি তীর এর সদস্যদেও কাছে হস্তান্তর করে। তীে এর সদস্যরা পুনরায় ঘড়িয়ালটিকে স্থানীয়দের উপস্থিতিতে যমুনা নদীতে মুক্ত করেন। এ সময় তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ জিসান মাহমুদ, সদস্য সচিব সোলাইমান সরকার, ভারপ্রাপ্ত কোষাধ্য মোশাররফ হোসেন,সদস্য মোনারুল ইসলাম, লুমান সরকার সহ সংগঠনের সদস্যবৃন্দ, জেলে,ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্ট রিসার্চ (তীর) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আরাফাত রহমান জানান, ঘড়িয়াল টি আটকের পাবার পরপরই আমরা দ্রুত উদ্ধারের জন্য কাজ শুরু করি। আইইউসিএন এর লাল তালিকা মতে ঘড়িয়াল একটি মহাবিপন্ন প্রজাতি।ঘড়িয়াল আটক, হত্যা, ক্রয়বিক্রয় দন্ডনীয় অপরাধ। যার সর্বোচ্চ শাস্তি ৫ লক্ষ টাকা অথবা পাঁচ বছর কারাদন্ড। উল্লেখ্য ২০১৩ সালে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ থেকে ঘড়িয়াল বিলুপ্ত হয়েছে বলে ঘোষনা করা হয়। তবে এখনো মাঝে মধ্যে দেশের অভ্যন্তরীন নদীতে কালেভদ্রে দেখা মিলে।
বন্যপ্রানি বিশেষজ্ঞ আদনান আজাদ আসিফ বলেন, বন্যপ্রাণীর মধ্যে কুমির, ঘড়িয়ালের রোগ প্রতিরোধ মতা খুবই ভালো। দেশের অভ্যন্তরীন নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে আটকা পড়ার খবর পাওয়া যায়। ঘড়িয়াল সংরক্ষণে সকলের এগিয়ে আসতে হবে।জিসান মাহমুদ জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জনাব জহির উদ্দিন আকন এর অনুমতি নিয়ে স্থানীয়দের উপস্থিতিতে আমরা "তীর" সদস্যরা বিকেলে ঘড়িয়ালটিকে যমুনা নদীতে অবমুক্ত করেছি । এবং উপস্থিত সকলকে বন্যপ্রাণী সংরণ উৎসাহিত করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার