কুষ্টিয়ায় এবার বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর
কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাতের কোন একসময়ে উপজেলার কয়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে।
শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি।
ঘটনার পর সকাল সাড়ে এগারোটার দিকে মহাবিদ্যালয়ের সামনে ভাস্কর্য ভাঙচুরের স্থানে পরিদর্শনে আসেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান।
তিনি জানান, কয়া মহাবিদ্যালয়ের সামনে অবস্থিত ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হাতুড়ি দিয়ে ভাস্কর্যের নাক ও মুখের অংশ ক্ষতবিক্ষত করেছে।
প্রসঙ্গত, মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন।
ব্রিটিশ ভারতে বাঙালিসহ ভারতবর্ষের সব জাতিসত্ত্বার স্বাধীনতার সংগ্রাম ছিল এক সূত্রে গাঁথা। এর প্রধান লক্ষ্য ছিল ইংরেজদের বিতাড়িত করা। আর ইংরেজ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করেছেন, যাদের আত্মদান ইংরেজ শাসকদের বুকে কাঁপন ধরিয়েছে, তাদের অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যিনি ‘বাঘা যতীন’ নামে বেশি পরিচিত। দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা, অপরিসীম সাহস ও শৌর্যবীর্য তাকে অগ্নিযুগের বিপ্লবীদের প্রথম সারিতে স্থান দিয়েছে।
এর আগে গত ৪ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এর একদিন পর মাদ্রাসার ঐ দুই শিক্ষক ও দুই ছাত্রকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে রিমান্ডে নেয় পুলিশ।

অনলাইন ডেস্ক