দুপচাঁচিয়া পৌরসভার মেয়রের সাময়িক বরখাস্তের আদেশ বহাল
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ প্রদত্ত সাময়িক বহিষ্কার আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের বিজ্ঞ চেম্বার জজ আদালত।
উল্লেখ্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রদত্ত সাময়িক বহিষ্কার আদেশ গত ২৪ নভেম্বর হাইকোর্ট বিভাগ স্থগিত ঘোষনা করেছিল। এর প্রেক্ষিতে সরকারপক্ষ হাইকোর্ট বিভাগের মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষে প্রদত্ত স্থগিতাদেশ এর বিরুদ্ধে সুপ্রিমকোর্টের বিজ্ঞ চেম্বার জজ বিচারক মোঃ নুরুজ্জামান মহোদয়ের আদালতে বৃহস্পতিবার আবেদন জানালে হাইকোর্ট বিভাগের প্রদত্ত ২৪ নভেম্বর আদেশ আগামী ২৭ সেপ্টেম্বর ১৯ পর্যন্ত স্থগিত ঘোষনা করেন। যার ফলে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ প্রদত্ত সাময়িক বরখাস্তের আদেশ বহাল রইলো।

ষ্টাফ রিপোর্টার