শেরপুরে সড়ক দূর্ঘচনায় পথচারী নিহত, আটক ১
বগুড়ার শেরপুর উপজেলায় ভটভটি ধাক্কায় মহাদেব (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের নাইশিমুল পশ্চিমপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি পথচারী ছিল এবং ওই এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পরপরই ওই ভটভটির চালক পালিয়ে যায়। তবে এর ভটভটিসহ হেলপার সোহেল রানাকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী জানান, ধান আপনার জন্য ভটভটি রানীরহাট বাজারের দিকে যাচ্ছিল। উক্ত স্থানে পৌঁছলে দ্রুত গতি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী মহাদেবের মৃত্যু হয়। এর চালক পালিয়ে গেলেও হেরপারকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি