দুপচাঁচিয়ায় পৌর আওয়ামীলীগের ৩টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল ৪নং ওয়ার্ড সভাপতি সুলতান আলী মহলদারের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ২০ডিসেম্বর রোববার বিকেলে এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বগুড়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রদীপ কুমার রায় ও বিশেষ অতিথি হিসাবে সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান তবি, শ্রম সম্পাদক রুহুল মোমিন তারিক বক্তব্য রাখেন। বক্তাগণ ১৯৭১সালের মুক্তিযুদ্ধে এদেশীয় পরাজিত শক্তিরা নতুন করে আবারও মাথা চাঁড়া দিয়ে উঠে বাংলাদেশের সার্বভৌমত্তকে বিনষ্ট করার ষড়যন্ত্র শুরু করেছে। এরা বিশ্ব নন্দিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দুয়ার দিয়ে ক্ষমতায় যাবার দিবাস্বপ্ন দেখছে। আওয়ামীলীগের তৃণমুল কর্মীরা বেঁচে থাকতে ওই রাজাকার, যুদ্ধাপরাধীদের স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না। জেলা নেতৃবৃন্দ আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবধ্য হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। অনুষ্ঠানে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষনার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন চলমান রয়েছে।

ষ্টাফ রিপোর্টার