মহান বিজয় দিবস উপলক্ষে মেডিকেল ক্যাম্প
"রক্তদান করি, হৃদয়ে স্পন্দন গড়ি" এই স্লোগানে মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ইয়্যুথ ক্যার্নিভ্যাল ক্লাবের এক ঝাঁক তরুন তরুনী স্বেচ্ছাসেবীদের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক ব্যক্তির চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপিং করা হয়।
রবিবার বেলা ১১ টায় উপজেলার ৮নং শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবুর সভাপতিত্বে ১১ তম ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলি কন্ফারেন্সে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক, শিবগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ও কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম, শিক্ষক এম আর ইসলাম রঞ্জু, ইয়্যুথ কার্নিভ্যাল ক্লাবের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মেদিনী পাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোখলেছুর রহমান এবং ক্লাবের সাধারন সম্পাদক ডাঃ শফিউল্লাহ মাছুম, ডাঃ রাহিমা, রেজাউল করিম,পারভেজ , সুমাইয়া সবুজ, লিটন, সুজন, জিহাদ, আব্দুল্লাহ আল মামুন, সুলতান,আরিফ, সহ ক্লাবের সদস্যবৃন্দ এবং ডাঃ ইব্রাহিম আইকেয়ার টিমের সকল সদস্য সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেনবসহঃ শিক্ষক এম আর ইসলাম রঞ্জু।

প্রেস বিজ্ঞপ্তি