শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বিট পুলিশিং বাড়ি বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি'-স্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১১ টায় আড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।আড়িয়া ইউনিয়ন বিট অফিসার এস আই ছাম্মাক হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ,সমাবেশে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।
এ সময় আড়িয়া ইউনিয়ন সহকারী বিট অফিসার এ এস আই আব্দুল আলিম, আড়িয়া ইউপি সদস্য সাইফুল ইসলাম,আব্দুল মান্নান, সাইদুল রহমান, তাজুল ইসলাম,জাহিদুল ইসলাম,সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস আক্তার, রাজিয়া সুলতানা সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক জয়যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি যুবসংগঠক মিজানুর রহমান।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি