সাপাহারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
নওগাাঁর সাপাহারে প্রতিবন্ধী শিক্ষার্থী ও গোয়ালা ইউনিয়নের অসহায় শিতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও গোয়ালা ইউনিয়নের অসহায় শিতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক পলাশ বর্মন, মাসউদা খাতুন, প্রদীপ সাহা, আদিল হোসেন প্রমূখ।

সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: