সাপাহারে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের জীবনের মান-উন্নয়নে বাই-সাইকেল প্রদান
নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ অফিসে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের জীবনের মান-উন্নয়নে বাই-সাইকেল প্রদান করা হয়েছে। প্রাণিসম্পদ অফিসে মঙ্গলবার বেলা ১১টায় প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশীষ কুমার দেবনাথ " ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের জীবনের মান-উন্নয়ন শীর্ষক" প্রকল্পের দুজন ফিল্ড ফ্যাসিলেটর জসীম কেরকাটা ও দিলীপ এক্কাকে প্রকল্পের পক্ষ থেকে কাজ করার জন্য বাই-সাইকেল প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারি প্রাণিসম্পদ অফিসার সঞ্জীব চন্দ্র মন্ডল, ভিএফএ জাহাঙ্গীর আলম সহ অফিসের সকল সদস্য।
প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশীষ কুমার দেবনাথ জানান এই প্রকল্পের আওতায় সাপাহার উপজেলার ১৩০৫ টি ক্ষুদ্র-নৃ গোষ্ঠী পরিবার আগামী ৫ বছরে পর্যায়ক্রমে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি পেতে যাচ্ছে।

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: