বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ সংবাদ সম্মেলন
নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের মসজিদপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ নিয়ে তিনি রিটানির্ং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে তৌহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার সময় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জালাশী হঠাৎ পাড়া এলাকায় গণংসযোগ করার সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নির্দেশে যুবলীগ কর্মী মনির, রাজুসহ কয়েকজন উশৃঙ্খল যুবক লাঠিসোঠা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ এ সময় তারা সাধারণ ভোটারদের বাড়িঘরেও হামলা করে ভাঙচুর করে। এতে জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, রাজ্জাকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হিমালয় বিনোদন পার্কে মিটিং করে সংসদ সদস্যের নির্দেশ অনুযায়ী আজকে যুবলীগ এই হামলা চালিয়েছে। তিনি নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য প্রতীক বরাদ্দের পর থেকেই ধানের শীষের প্রচারণায় বাধা, মাইক ভাঙচুর, মহিলা সভায় হামলা করছে। এ নিয়ে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানানোর পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তিনি বলেন, বিএনপি’র প্রচারণায় হামলা-ভাঙচুর করে ভোটারদের ভীতি প্রদর্শন করা হচ্ছে। নৌকা মার্কার কর্মী বাহিনী ফেসবুকে স্ট্যাটাসসহ প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে, ভোট কেন্দ্র তাদের দখলে থাকবে। কেউ ভোট না দিলেও নৌকা প্রার্থীর মেয়র নির্বাচিত হবে। এতে করে আগামি ২৮ ডিসেম্বর নির্বাচনের দিন বড় ধরণের গোলযোগ সৃষ্টি হতে পারে বলে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এসময় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় যুুবদলের সদস্য অ্যাডভোকেট মো, রইসউদ্দিন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য সচিব নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, এটা তাদের পুরাতন অভ্যাস। যখন তাদের অবস্থা খারাপ দেখে তখন তারা এ ধরণের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। ধানের শীষের প্রার্থী অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি কোন নির্বাচনী কাজে সম্পৃক্ত নই। দলীয় প্রার্থীর পক্ষেও কোন কাজ করছি না।

পঞ্চগড় প্রতিনিধি