পঞ্চগড়ে অর্ধশত শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে জ্যাকেট বিতরণ
পঞ্চগড়ে প্রায় অর্ধশত শীতার্ত শিশুর মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে পঞ্চগড় প্রেসকাব ও শান্তির নীড় পঞ্চগড়’র যৌথ আয়োজনে শীতার্ত শিশুদের এই জ্যাকেট দেয়া হয়। পঞ্চগড় প্রেসকাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এসময় পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি