বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বগুড়ার শিবগঞ্জে শিমুল হত্যার প্রধান আসামী বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলামসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবিতে বিহার হাটে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুরে এলাকার প্রায় সহাস্রাধিক নারী পুরুষ বিহার হাটে এই মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এলাবার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে হত্যা মামলার প্রধান আসামী মহিদুলের কুশপুত্তলিকা দাহ করা হয়। মানববন্ধন চলাকালে নিহতের স্ত্রী পারভীন আক্তার, বিহার ইউপি সদস্য রায়হান ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাদশা মিয়া সহ অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত ২১ ডিসেম্বর সোমবার বিকেলে মহিদুল, মিনহাজ মন্তেজার সহ তার বাহিনি শিমুলকে শিবগঞ্জের টেংড়া বাজার থেকে অপহরন করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুর নামক স্থানে হত্যা করে ফেলে রাখে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় নিহতের বড় ভাই রায়হান ইসলাম বাদী হয়ে ২২ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে মামলা করলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।

ষ্টাফ রিপোর্টার