বগুড়ায় উৎসব মুখর পরিবেশে বড়দিন পালন
উৎসব মুখর পরিবেশে, যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভির্যভাবে খ্রিস্টিয় উপাসনালয়ে বড়দিন পালন করেছে বগুড়ার খ্রিস্টিয়ান ধর্মাবলম্বীরা। প্রভূ যিশু খ্রিস্টের জন্মদিন উপল,ে ধর্মীয় গান পরিবেশন ও যিশুর গুণকীর্তন সহ তাঁর জীবনী সম্পর্কে আলোকপাত করা হয়। আজ শুক্রবার বেলা ১২টায় বগুড়ার মিশন হাসপাতাল সংলগ্ন কেন্দ্রীয় খ্রিস্টিয় উপাসনা মন্দিরে শুভ বড়দিনের অনুষ্ঠান পালিত হয়।
বগুড়া খ্রিস্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, বড়দিন খ্রিস্টান স¤প্রদায়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন। এইদিনেই যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। এ উৎসব গোটা বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মাবলম্বীরা একযোগে যথাযথ মর্যাদায় ও ভাবমাম্ভির্যভাবে পালন করে থাকে।
বড়দিনের তাৎপর্য আলোকপাত করেন, বগুড়া খ্রিস্টিয় মন্ডলীর পালক মিঃ গিলবার্ট মৃধা ও সমাপনী প্রার্থনা করেন সাবেক পালক প্রধান মিঃ সৌরভ বিশ্বাস। মন্ডলীর সম্পাদক মাইকেল আশের বেসরার সার্বিক তত্বাবধানে বড়দিন পালনে আবালবৃদ্ধবনিতা একসাথে সূরে সূর তালে তাল মিলিয়ে প্রভূ যিশু খ্রিস্টের গুণকীর্তন করে যা বড়দিনকে উৎসবমুখর ও সার্থক করে তোলে।

ষ্টাফ রিপোর্টার