ভিলেজ ভিশনের পক্ষ থেকে ছাগল পেলেন ২৫ অসহায় পরিবার
ভিলেজ ভিশনের পক্ষ থেকে ছাগল পেলেন ২৫ অসহায় পরিবার৷ বিশেষ করে স্বামী পরিত্যাক্তা, বিধবা, প্রতিবন্ধী, দের মধ্যে বিতরণ করা হলো ২৫ টি ছাগল।
এটি শর্তযুক্ত সুদ মুক্ত ঋণের আওতায় পড়ে শর্তগুলো হলো, ছাগল থেকে যে কয়টি বাচ্চা হবে তার ভেতর প্রথম বাচ্চা টি ভিলেজ ভিশনকে ফেরত দিতে হবে। ৩ টি হলে ১ টি, ২ টি হলে ১ টি, ১ টি হলে ১ টি প্রাপ্ত ছাগল টি ভিলেজ ভিশন শর্তযুক্ত সুদ মুক্ত ঋণ হিসেবে অন্য একজনকে দিবে উক্কত আর্থিক সহায়তায় - ARM Foundation us, সহযোগিতায় - ভিলেজ ভিশন বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে ছিলেন, ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাসুম বিল্লাহ্, তাইবুর রহমান, মাসুদ রানা, শাহাদত খন্দকার, মো: মোক্তার, নাজমুল হক মেহেদী, মো: আনোয়ার, মো: সানোয়ার, মো: আরিফ, নাইম, সরিফ, মারুফা, জেসমিন খাতুন।
