বগুড়ায় ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২
বগুড়ায় পৃথক অভিযানে ২কেজি গাঁজা, ১০০’শ পিচ ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলার শেরপুর বাগড়া হটাৎপাড়ার মোঃ আব্দুল গফুর এর পুকুর পাড় সংলগ্ন শেরপুর-নন্দীগ্রাম গামী পাকা রাস্তার ওপর হতে মোঃ সুমন শাহ (২৮)কে গাঁজা সহ এবং বিকাল সোয়া ৪টায় সদর থানাধীন মাটিডালি বিমান মোড় করতোয়া পাম্পের পশ্চিম পাশে নিউ আরাফাত মটরস এর সামনে থেকে মোঃ সোহেল হোসেন (৩২) কে ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শেরপুর ও সদর থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে জানানো হয়। গ্রেফতারকৃত আসামী সুমন শাহ এর বিরুদ্ধে ৪ টি মাদক মামলা আছে বলেও জানায় পুলিশ।

ষ্টাফ রিপোর্টার