বগুড়ার শেরপুরে বিদ্যালয়ের সরকারি গাছ কাটার অভিযোগ
বগুড়ার শেরপুরে জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। আহসান হাবিব নামে এক স্থানীয় প্রভাবশালীর নেতৃত্বে ওই বিদ্যালয়ের সরকারি গাছগুলো নিজের দাবি করে বৃহস্পতিবার থেকে গাছ কাটা শুরু করেন তিনি। পরে অবশ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম রব্বানী জানান, বিগত ১৯৯০সালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারিভাবে ১০০টি বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছ রোপণের জন্য দেওয়া হয়। এরইধারাবাহিকতায় এই বিদ্যালয়টিতেও উক্ত পরিমাণ গাছগুলো লাগানো হয়। বর্তমানে গাছগুলো বেশ বড় ও দামি হয়েছে। কিন্তু জোরগাছা গ্রামের সিরাজ সেখের ছেলে আহসান হাবিব ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের সরকারি গাছগুলো কাটা শুরু করেছেন। এক্ষেত্রে কাউকে তোয়াক্কা করছেন না। মানছেন না কোন নিয়ম। তার কাছে আমরা সবাই অসহায় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে এসব অভিযোগ অস্বীকার অভিযুক্ত সুঘাট ইউনিয়নের জোরগাছা গ্রামের বাসিন্দা আহসান হাবিব বলেন, স্কুলের সাথেই আমার জমি। এছাড়া গাছগুলোর মালিকও আমি। কিন্তু জমির আইলে গাছ থাকার কারণে ফসল উৎপাদন কম হচ্ছে। তাই গাছগুলো কেটে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। কিন্তু উপজেলা শিক্ষা অফিস থেকে বাধাপ্রাপ্ত হওয়ায় গাছ কাটা আপাতত বন্ধ রেখেছেন।
উপজেলার জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক নাজমা খাতুন জানান, বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ। আর এই সুযোগে বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার চালাচ্ছেন তিনি। ঘটনার দিন উপবৃত্তির কাজে স্কুলে এসে একটি গাছ কাটা দেখতে পান। এছাড়া অন্যান্য গাছগুলো কাটার প্রস্তুতি নিচ্ছেন আহসান হাবিবের নেতৃত্বে শ্রমিকরা। পরে তাৎক্ষণিক তার দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পাশাপাশি বিদ্যালয়ের সভাপতিকেও জানানো হয়।
জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, গাছ কাটার বিষয়টি জানার পর স্কুলে এসে তাকে নিষেধ করা হয়। কিন্তু ওই ঈশা আন্দোলনের নেতা আহসান হাবিব কোন কথাই মানতে নারাজ। এমনকি উল্টো আমাকেই নানা হুমকি-ধামকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন জানান, গাছ কাটার বিষয়টি জানার পর ইউএনও’ স্যারের সঙ্গে পরামর্শ করে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি