কাহালুতে ২টি ট্রাকসহ ১টি ভেকো মিশন আটক করেছেন ইউএনও
শনিবার বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের দরগাহাট ডিগ্রী কলেজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমতি না নিয়ে আবাদি জমিতে পুকুর খনন করায় ২টি ট্রাক সহ ১টি ভেকো মিশন আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কোন ব্যক্তিকে না পাওয়ায় ১টি ট্রাক নিয়ে আসেন এবং ১টি ট্রাক ও ১টি ভেকো মিশন নারহটু ইউ পির চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল এর জিম্মায় দিয়ে আসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. রিদওয়ানুর রহমান, কাহালু থানার এস আই রেজাউল করিম সহ পুলিশের সদস্যবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি