নবাবগঞ্জে ঘোড় দৌড় প্রতিযোগিতা
প্রতি বছরের ন্যায় এবছরেও দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। এখেলায় ৬টি দল অংশগ্রহণ করেন। তার মধ্যে দুইটি দল বিজয়ী হয়ে প্রথম ও দ্বিতীয় হন। কয়েক হাজার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুসহ বৃদ্ধরা ঘোড়ার দৌড় খেলাটি দেখতে আসেন।
সোমবার উপজেলার বাজিতপুর ইউনিয়নের ইটাখুর বড়বাড়িয়া এলাকাবাসীর উদ্যোগে উক্ত এলাকার বড় মাঠে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিজয়ীদের পুরুষ্কার তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল উদ্দিন মন্ডল এবং স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে ছুটে আসা কয়েক হাজার মানুষ।
খেলাটি দেখতে আসা এলাকাবাসী ৮০ বছর বয়সী নজির উদ্দিন বলেন,আমার তো আজ অনেক বয়স হয়ে গেছে। সেই ছোট বেলা থেকে আমি এই ঘোড় দৌড় খেলা দেখে আসছি। এই খেলাটি আমাদের এলাকার একটি পুরাতন ঐতিহ্য। এক সময় আমি যখন কিশোর বা যুবক ছিলাম,তখন আমি নিজেই এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এখন বুড়া হয়ে গেছি, শরীরে সেই জোরশক্তি আর নাই।
খেলা দেখতে আসা আহসান হাবিব বলেন, আমার বাড়ি বিরামপুর, প্রতিবছর এই ঘোড় দৌড় খেলাটি দেখতে আসি। শহরে তো এখন আর ঘোড়া চোখে পড়ে না। আগে সিনেমায় ঘোড়া দেখতে পেতাম, কিন্তু এখন তাও দেখা যায় না। তবে প্রতি বছর এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসলে এক সাথে অনেকগুলো ঘোড়া দেখা যায় এবং সিনেমার মতো তাদের ছুটে চলাটা উপভোগ করতে পারি।
কথা হয় সানজিদা রহমানের সাথে, তিনি বলেন, ঘোড় দৌড় খেলাটি দেখতে আমার খুব ভাল লাগে। প্রতিবছর আমি আমার আব্বুর সাথে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসি।
কথা হয় এলাকাবাসী রফিকুল ইসলামের সাথে, যাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই ঘোড় দৌড় খেলাটি। তিনি বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড় দৌড় খেলাটি আমরা ধরে রেখেছি। প্রতিবছর শীত মৌসুমে আমরা এই খেলাটির আয়োজন করে থাকি। এই বার ঘোড় দৌড় প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে দুইটি দল বিজয়ী হয়েছে।
তিনি আর বলেন, খেলা শেষে সন্ধ্যার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন।

মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ