বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বগুড়ায় বিএডিসি’র মানববন্ধন
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বগুড়ার আয়োজনে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বগুড়া অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এস এম শহীদুল আলম বলেন, আজকে আমরা যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি করতে যাচ্ছি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, সেই সময় যারা রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে, তাদেরকে আমরা গভীর নিন্দা জানাই। বাংলাদেশের মাটিতে কোনো রকম নৈরাজ্য, মৌলবাদ বিস্তারে কোনো সুযোগ নেই। অতীতে যেমন আমরা ধর্মান্ধ, মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, এখনও বিএডিসির কর্মকর্তা, কর্মচারী তাদের প্রতিরোধ করব। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বগুড়া বিএডিসি’র (ফ.গ্রো.) যুগ্ম পরিচালক মো. মোশাব্বের হোসেন রিন্টু, বগুড়া বিএডিসির উপ-পরিচালক (বীজ উৎপাদন) মো. সামসু্েজাহা প্রামাণিক, বগুড়া বিএডিসির উপ-পরিচালক (বীজ প্রক্রিয়াজাতকরণ) মো. কবির আহমেদ সহ বগুড়া জেলার বিএডিসি’র বীজ, সার ও সেচ উইং এর সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং সিবিএ নেতৃবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার