বগুড়ায় দুর্নীতির সংবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ২ মিডিয়া কর্মি গুরুতর আহত
বগুড়া সদরের দশটিকায় মুজিববর্ষে ভূমিহীনদের জন্য নির্মনাধীন ঘরের দুর্নীতি এবং অনিয়মের রিপোর্ট করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে বেদম মার খেয়ে গুরুতর আহত হয়েছেন সময় টিভি রিপোর্টার মাজেদুর রহমান এবং ক্যামেরাপার্সন রবিউল ইসলাম। লুট করে নেয়া টিভি ক্যামেরা সহ মোবাইল ফোন।
আজ বুধবার দুপুরে তারা অনিয়ম সংক্রান্ত রিপোর্ট করার জন্য সেখানে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদেরকে বাঁধা দেয়। এনিয়ে তাদের সাথে কথা বলতে ক্যামেরাপার্সন রবিউল এগিয়ে গেলে সন্ত্রাসীরা অতর্কিত তার উপর বাঁশ এবং লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। রবিউলকে বাঁচাতে রিপোর্টার মাজেদ এগিয়ে আসলে তাকেও তারা বেদম মারপিট শুরু করে। এসময় তাদের বেধরক মারপিটে রবিউল জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায়। তখন তারা মাজেদকেও মেরে গুরুতর আহত করে। একপর্যায়ে তারা ক্যামেরা এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বিষয়টি জানার পর স্থানীয় সাংবাদিকরা তাদেরকে উদ্ধার করতে এগয়ে আসে। পরে সদর ইউএনও মোঃ আজিজুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর তার ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। পরে গুরুতর আহত দু’জনকে পুলিশভ্যানে করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, মুজিববর্ষে ভূমিহীন অসহায়দের জন্য একটি করে ঘর নির্মানে প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার প্রতিশ্রুতি মোতাবেক সারাদেশের মত বগুড়াতেও ২৫০টি ঘর নির্মানের কাজ করছেন উপজেলা প্রশাসন। কিন্তু নির্মানাধীন এসব ঘরের ভিত সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। মাটির নীচে ১টি থেকে ২টি ইট দিয়ে ভিত তোলা হচ্ছে বলে তাদের অভিযোগ।

ষ্টাফ রিপোর্টার