ডাঙ্গাপাড়ায় ইসলামী এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন
দিনাজপুরের হিলির ডাঙ্গাপাড়ায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় রংপুর বিভাগীয় ইসলমী ব্যাংকে কর্মকর্তা মীর রহমতুল্লাহ ফিতা কেটে ডাঙ্গাপাড়া বাজারে ইসলামী ব্যাংক বিরামপুর শাখার এর এজেন্ট শাখা উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমুখ।

মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ