নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ এর শোক
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা , বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী শ্রদ্ধেয় আয়শা খানম এর মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আয়েশা খানমের মৃত্যুতে দেশের বঞ্চিত ও নির্যাতিত নারীরা তাদের এক পরম বন্ধু ও সহযোদ্ধাকে হারিয়েছে।
নেতৃবৃন্দৃ বলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী হিসাবে আয়েশা খানম উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবনের প্রায় পাঁচ দশকে তিনি নারীদের অধিকার ও মুক্তির দাবিতে নানাভাবে নারী আন্দোলন সংগঠিত করতে সচেষ্ট ছিলেন। নারী অধিকার ও মর্যাদা বিরোধী সামাজিক কুপমণ্ডুকতা ও ফতোয়াবাজের বিরুদ্ধে তিনি আজীবন সোচ্চার ছিলেন। নেতৃবৃন্দ উল্লেখ করেন আয়েশা খানমের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।বিবৃতিতে নেতৃবৃন্দ আয়েশা খানমের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।

ষ্টাফ রিপোর্টার