প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২১ ১৯:১৮

শিবগঞ্জে শীতকালীন বিভিন্ন সবজি রপ্তানী কার্যক্রমের উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে শীতকালীন বিভিন্ন সবজি রপ্তানী কার্যক্রমের উদ্বোধন

বগুড়ার  শিবগঞ্জ উপজেলার নিউ কাফেলা কোল্ড ষ্টোরেজ চত্বরে মেসার্স সাগর ট্রেডার্স এর আয়োজনে শীতকালী সবজি বাঁধাকপি, ফুলকপি, আলু গাজর সহ বিভিন্ন প্রকারের  সবজি আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রক্রিয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার কোল্ড ষ্টোরেজ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  আল-মুজাহিদ সরকার, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আজাদ প্রিন্স, পৌর কাউন্সিলর আবু সাঈদ, প্রতিষ্ঠানের পরিচালক সাগর হোসেন, নিউ কাফেলা কোল্ড ষ্টোরেজ এর ব্যবস্থাপক আক্তারুজামান মিল্টন। এব্যাপারে  উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার বলেন, শিবগঞ্জ উপজেলা একটি কৃষি স্বনির্ভর এলাকা। এখানকার বেশীর ভাগ কৃষি জমি উর্বর তিন ফসলী ফসলের উপযোগী। বেশি এলাকার কৃষি জমি পল্লী মাটির শ্রেণী ভুক্ত হওয়া শীতকালীন সবজি উৎপাদনের উপযোগী। দেশের মধ্যে শিবগঞ্জ এলাকায় উল্লেখ যোগ্য শীতকালীন সবজি চাষাবাদ হয়। উপজেলার মধ্যে মহাস্থান, শিবগঞ্জ, কিচক, পিরব, দাড়িদহ এলাকার হাটগুলিতে ব্যপক হারে শীতকালীন সবজি বেচাকেনা হয়। হাট বাজারের মধ্যে মহাস্থান হাটে ব্যাপক হারে শীতকালীন সবজি কৃষকরা বিক্রয় করে থাকে। এই হাটের সবজি দেশের সিংহ ভাগ এলাকায় নিয়ে গিয়ে বিক্রয় করে ব্যবসায়ীরা লাভবান হন। তাই কৃষকরা ন্যায্য মূল্য পেয়ে থাকেন। এই হাটে সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় মেসার্স সাগর ট্রেডার্স উৎকৃষ্ট মানের সবজি সংগ্রহ করে বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করায় কৃষি বিভাগের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা প্রদান করা হয়েছে। এব্যাপারে রপ্তানি কারক সাগর হোসেন বলেন, কৃষকের ন্যায্য মূল্য ও আর্থিক ভাবে লাভবান হওয়ার লক্ষ্যে তাদের উৎপাদনকৃত সবজি বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করেছি। এতে করে এলাকার কৃষক লাভবান হবে। ইতি মধ্যে আমরা কয়েক বছর যাবৎ সুনামের সহিত শীতকালীন বিভিন্ন সবজি বাঁধা, ফুলকপি, গাজর সহ সবজি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, নেপাল, শ্রীলংকা, সৌদি সহ কয়েকটি দেশে রপ্তানি করেছি।

উপরে