প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১ ১৯:০১

নন্দীগ্রাম পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর সহ ৪৪ প্রার্থী প্রতিক বরাদ্দ পেলেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর সহ ৪৪ প্রার্থী প্রতিক বরাদ্দ পেলেন

আগামী ৩০ শে জানুয়ারী বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম। পৌর সভার মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের  প্রতীক বরাদ্দ দেন।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম পৌর সভার নির্বাচনে ৩ জন মেয়র প্রাথী নির্বাচন করছেন, এদের মধ্যে মেয়র প্রার্থী আওয়ামী লীগ-মনোনিত ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিস পেয়েছেন (নৌকা) প্রতীক। বি এন পি সমর্থিত ও পৌর বি এন পির সহঃসভাপতি সুশান্ত কুমার শান্ত পেয়েছেন (ধানের র্শীষ),স্বতন্ত্র প্রাথী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (জগ মার্কা) পেয়েছেন। এছাড়া সাধারন কাউন্সিলর প্রাথী ১নং ওয়াড মাহাবুর রহমান বিপুল প্রতিক পেয়েছেন (পানির বোতল) সাইদুল ইসলাম মিলন (উটপাখি) ২নং ওয়াড মোঃ ফেরদৌস আলী প্রাং (পানির বোতল) শ্রীঃকালিপদ (উটপাখি) মোঃ আকরাম হোসেন (ডালিম) ৩নং ওয়াড সেকেন্দার আলী(উটপাখি)আলী হাসান(পাঙ্জাবী) জিল্লুর রহমান (ডালিম) ৪নং ওয়াড শাহিরুল (পাঙ্জাবী মোঃ রহমত আলী (উটপাখি) ৫নং ওয়াড সাইফুল ইসলাম (উটপাখি)আব্দুল হাই (পানির বোতল) মোয়াজ্জেম হোসেন (পাঙ্জাবী) আলতাফ হোসেন (ডালিম) ৬নং ওয়াড এ রাজ্জাক (ব্ল্যাক বোর্ড) বেলায়েত হোসেন আদর (ডালিম) আব্দুল মোমিন উজ্জল (পাঙ্জাবী)  আকরুজ্জামান উজ্জল (উটপাখি) ৭নং ওয়াড মোঃ জালাল উদ্দিন (উটপাখি) মোঃ খোরশেদ আলী (পাঙ্জাবী) ওবাইদুল হক (পানির বোতল) ৮নং ওয়াড আনোয়ার হোসেন (উটপাখি) রফিকুল ইসলাম (পানির বোতল) রেজাউল করিম বকুল (ডালিম) ৯নং ওয়াড আবু সাইদ মিলন(ডালিম) রফিকুল ইসলাম (উটপাখি) ফজলুর রহমান (পানির বোতল) সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১ ,২, ৩নং ওয়াড মিনক্ষী (আনারস) সেলিনা (কলম) রত্না (রিক্্রা) রোজী (চশমা) সিপ্রা রানী  টেলিফোন) খাদিজা খাতুন(জবাফুল)৪, ৫, ৬ নং ওয়াড হাছনা বানু (জবাফুল) পরিমুন  (টেলিফোন) নূরুনাহার মিষ্টি (চশমা) সাফিয়া আকতার (আনারস) ৭, ৮, ৯নং ওয়াড ববিতা বেগম (অটোরিক্্রা) সেলিনা(চশমা) মিনতী (আনারস) সাহিদা  (টেলিফোন)।মেয়র প্রার্থী ৩ জন, সাধারন কাউন্সিলর ২৭ জন, সংরতি আসনের ১৪জন সদস্যের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম। উল্লেখ্য নন্দীগ্রাম পৌরসভার আয়তন ১২.০৩ বর্গ কিলোমিটার। নয়টি ওয়ার্ডে ১৫ হাজার ৯৪২ জন ভোটার রয়েছেন।

উপরে