প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১ ১৯:৪৩

জাপানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত বগুড়ার প্রতিভা জে মুমুকে সম্মাননা স্মারক প্রদান

ষ্টাফ রিপোর্টার
জাপানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত বগুড়ার প্রতিভা জে মুমুকে সম্মাননা স্মারক প্রদান

ফুলের সুমিষ্ট গন্ধ যেমন ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে ঠিক তেমনি প্রতিভার প্রশংসায় মুগ্ধ হয় গোটা দুনিয়া। শতবর্ষী আনন্দ নামের মুমুর আলোকচিত্রটি জাপানে ৩ দিনব্যাপী  অনুষ্ঠিত থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যালে বেস্ট ফটোগ্রাফী বিভাগে পুরস্কার জিতে শুধু এদেশকে সম্মানিত করেননি করেছে গোটা জাতিকে। বগুড়ার মেয়ে হিসাবে বগুড়াবাসীকে করেছে গৌরবান্বিত। এমন অনুভুতি থেকে ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লাখিন আহমেদ তাঁর প্রতিভাকে আরো এগিয়ে নেয়ার নিমিত্তে গতকাল বুধবার সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খাইরুল বাশার, ফরহাদ চৌধুরী, রাকিব, কাইছার আলম, সাজিদা আফ্রিন প্রমুখ। গোটা দুনিয়ার ৭০টি দেশের ৭১১ জন প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে এ গৌরব অর্জন করে বগুড়ার প্রতিভা আলোকচিত্রী জে মুমু।

উপরে