নন্দীগ্রামে প্রধান শিক্ষক গিরিশ লেনসন ম্যান্ডেলা স্মৃতি পদক পেলেন
নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরিশ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য লেনসন ম্যান্ডেলা স্মৃতি পদক ২০২০ প্রদান করা হয়েছে। গত ২৮ শে নভেম্বর বাংলাদেশ শিশু কল্যান পরিষদ ঢাকায়, বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির সভাপতি মো: হায়দার আলী ও সাধারন সম্পাদক মো: শফিউদ্দিন অপু, পদকটি প্রদান করেন।
এ ছাড়াও ৯ আগষ্ট ২০১৮ তারিখে মহাত্মাগান্ধী পিস ১৬ নভেম্বর ২০১৮ তারিখে বিপ্লবী জনতা স্টার এ্যাওর্য়াড ও ৬ নভেম্বর ২০২০ ইং তারিখে আরেকটি বিপ্লবী জনতা স্টার এ্যাওর্য়াড লাভ করেন বলে অত্র প্রধান শিক্ষক গিরিশ এই প্রতিনিধিকে জানান।

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: