প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১ ১৮:৫০

শিবগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুই ভাইকে মারপিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুই ভাইকে মারপিট

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মীর আলম ও তার ছোট ভাই শাহ আলম মাদক ব্যবসার প্রতিবাদ করলে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ও তার দলবল দুই ভাইকে পথরোধ করে বেধরক মারপিট করে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মোস্তাফিজুর রহমান (৩৪) ও তার স্ত্রী রজনী আক্তার (২৩) দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এর ফলে এলাকার যুব সমাজ মাদক গ্রহণে আকৃষ্ট হয়ে নানা অপকর্মে জড়িত হচ্ছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় মোস্তাফিজুর রহমান দলবদ্ধ হয়ে ১৫ জানুয়ারী বিকাল ৫টায় পূর্বপরিকল্পিত ভাবে গোলাম রসুলকে মারধর করে। এতেও তারা ক্ষান্ত না হয়ে পুনরায় ১৬ জানুয়ারী ঘাগুর দুয়ার কমিউনিটি কিনিকের সামনে তার ছোট ভাই শাহ আলম মিষ্টির দোকানে যাওয়ার সময় পথরোধ করে অভিযোগ তুলে নেওয়ার জন্য ভয়-ভীতি ও হুমকী-ধামকী প্রদর্শন মারপিট করে। এ ঘটনায় আহম্মেদ আলীর ছেলে মীর আলম শনিবার শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষনা করেছেন, মাদক ব্যবসায়ী যেই হোক তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। মাদক আমাদের সমাজের অভিষাপ, মাদক যুব সমাজ কে ধ্বংস করে। আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হয়  সেই পরিবার। মাদকের অভিষাপ থেকে যুব সমাজ কে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত আছে।  অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে