প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১ ১৪:৫৪

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা জয়ী

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা জয়ী

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনা শেষে সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জানে আলম খোকা জগ প্রতীক নিয়ে ৮হাজার ৭৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুস প্রতীক নৌকা পেয়েছেন ৪হাজার ৬৮১ ভোট। এছাড়া বিএনপির দলীয় মনোনিত প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৮৪৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থী প্রতীক হাতপাখা পেয়েছেন ৫৯৩ ভোট।

এছাড়া কাউন্সিলর পদে জয়ী হয়েছেন এক নম্বর ওয়ার্ডে শুভ ইমরান, দুই নম্বর ওয়ার্ডে বদরুল ইসলাম পোদ্দার ববি, তিন নম্বর ওয়ার্ডে নিমাই ঘোষ, চার নম্বর ওয়ার্ডে ফারুক ফয়সাল সোহাগ, পাঁচ নম্বর ওয়ার্ডে চন্দন কুমার দাস রিংকু, ছয় নম্বর ওয়ার্ডে নাজমুল আলম খোকন, সাত নম্বর ওয়ার্ডে জাকারিয়া মাসুদ, আট নম্বরে সোমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম ও নয় নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ জুয়েল। এদিকে সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে জয়ী হয়েছেন যথাক্রমে শারমিন আক্তার, মমতাজ বেগম রুবি ও করুনা রানী ঘোষ।

সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৩হাজার ৭৫৪ ভোট। পুরুষ ভোটার সংখ্যা ১১হাজার ৪১৫জন এবং ১২হাজার ৩৩৯জন নারী ভোটার রয়েছে। এরমধ্যে ১৮হাজার ২২৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে বৈধ ভোটার সংখ্যা ১৭হাজার ৮৮৭জন। বাকি ৩৩৮টি ভোট বাতিল হয়েছে।

উপরে