পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের পাঁচ জেলায় রেকর্ড পরিমান চা উৎপাদন
গত বছরের রেকর্ড চা উৎপাদনের পর চট্রগ্রাম অঞ্চলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের চা অঞ্চল। সিলেট অঞ্চলের পরই এখন উত্তরের চায়ের অবস্থান। গত বছর পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলায় রেকর্ড পরিমান ১ কোটি ৩ ল বা ১০ দশমিক ৩০ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। যা দেশীয় মোট উৎপাদনের ১১ দশমিক ৯২ শতাংশ। কোভিড পরিস্থিতিতেও এ বছর চা উৎপাদনে সবোর্চ্চ রেকর্ড হয়েছে।
রোববার সকালে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার ১০টি নিবন্ধিত ও ১৭টি অনিবন্ধিত চা বাগান, ৭ হাজার ৩১০টি ুদ্রায়তন চা বাগানে (নিবন্ধিত ১,৫১০টি) মোট ১০ হাজার ১৭০ দশমিক ৫৭ একর জমিতে চা চাষ হয়েছে। এসব চা বাগানসমূহ থেকে ২০২০ সালে ৫ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৩৮৬ কেজি সবুজ চা পাতা উত্তোলন করা হয়েছে। যা থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁও এর ১৮টি চলমান চা কারখানায় ১ কোটি ৩ ল কেজি চা উৎপন্ন হয়েছে। এর আগের বছরের তুলনায় ২০২০ সালে ১ হাজার ৪৮৯ দশমিক ৮৯ একর চা আবাদী বৃদ্ধি পেয়েছে ও ৭ দশমিক ১১ ল কেজি চা বেশি উৎপন্ন হয়েছে। তিনি আরও জানান, চায়ের আমদানী কমে যাওয়া এবং রফতানী বেড়ে যাওয়ার কারণে নিলাম মার্কেটে বেশি দাম পাওয়ায় চা চাষীরাও কাঁচা চা পাতার ন্যায্যমূল্য পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে অনেক বেশি জমিতে চা আবাদ হবে এবং প্রতিবছর রেকর্ড পরিমাণে চা উৎপাদিত হবে। আর পঞ্চগড়ে নিলাম মার্কেট হলে উত্তরের চা চাষীরা আরও লাভবান হবে বলে তিনি জানান। ড. মামুন আরও বলেন, সমতল ভূমিতে চা চাষের জন্য পঞ্চগড় ও এর পার্শ্ববর্তী জেলাগুলো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। দিন দিন উত্তরাঞ্চলে চা চাষ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চা চাষ সম্প্রসারণের জন্য চাষিদের বিভিন্ন সহায়তার মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে। চাষিদের স্বল্পমূল্যে উন্নত জাতের চারা সরবরাহ করা হচ্ছে। চাষিদের নিয়ে বিভিন্ন এলাকায় ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলে’ হাতে কলমে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। চাষিদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিতে ইতিমধ্যে ‘দুটি পাতা একটি কুঁড়ি’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। এ আঞ্চলিক কার্যালয়ে একটি পেস্ট ম্যানেজমেন্ট ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। যেখানে চা চাষিদের বিভিন্ন সমস্যা সমাধান, চাষের নানান রোগবালাই ও পোকা দমনে বিভিন্ন বৈজ্ঞানিক সহায়তা দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক অফিসের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ঠাকুরগাঁও ও দিনাজপুরের খামার তত্বাবধায়ক ছায়েদুল হক, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, চা চাষী ও সাজেদা-রফিক চা কারখানারা মালিক আলহজ্ব জাহেদুল হক, চা চাষী মতিয়ার রহমান প্রমূখ বক্তব্য দেন। সংবাদ সম্মেলন চা বোর্ডের কর্মকর্তা, চা চাষী, চা কারখানার কর্তৃপক্ষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি