পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন
অর্থমন্ত্রণালয়ের ১০ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ তারিখের পত্রটি প্রতাহারপূর্বক অধিগ্রহনকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ এর বিধি ২ উপবিধি (গ) তে বর্ণিত বেসরকারী চাকুরীর ৫০% কার্যকর চাকুরীকালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধাদি বহাল রাখাসহ তিন দফা দাবি আদায়ে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি পঞ্চগড় জেলা শাখা ওই কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য দেন সংগঠনের আহবায়ক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি নাসের বাবুল, প্রধান শিক্ষক সমিতি পঞ্চগড় সদরের সভাপতি অসিম কুমার দত্ত, সহকারী শিক্ষক সমাজ পঞ্চগড় সদর শাখার সভাপতি খালেকুজ্জামান প্রধান প্রমূখ।
বক্তারা অবিলম্বে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

পঞ্চগড় প্রতিনিধি