কৃষি পণ্য পরিবহণে রেলওয়ে বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক লাগেজ ভ্যান
রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, উন্নত বিশ্বের মত বাংলাদেশেও রেলে কৃষিজাত পন্য পরিহবণে উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকদের উৎপাদিত শাকসবজি, মৌসূমি ফল-ফুল অন্যান্য পচনশীল দ্রব্য (মাছ, মাংস, দুধ) পরিবহণে বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক লাগেজ ভ্যান। ইতোমধ্যে দুইশ’টি অত্যাধুনিক লাগেজ ভ্যান কেনার উদ্যোগ নেয়া হয়েছে। যা পর্যায়ক্রমে দেশে আসবে। এসব লাগেজ ভ্যান বাংলাদেশে আসার সাথে সাথে এসকল পণ্য পরিবহনের কার্যক্রম শুরু হবে। তিনি গতকাল রোববার দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আয়োজনে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে বাংলাদেশ রেলওয়ে বহরে নতুন সংযোজনতব্য অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিজাত পণ্য পরিবহন সংক্রান্ত অংশীজন সভায় এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, চিলাহাটি-হলদিবাড়ী রুটে গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীরা রেলে মালামাল পরিবহনের উদ্বোধন করেছেন। আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী ২৬ মার্চ থেকে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেলপথে যাত্রী পরিবহনের। আপনারা জানেন বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস নামের দুইটি ট্রেনে যাত্রী পরিবহন করা হতো তা করোনা মহামারির কারণে বন্ধ আছে। ভারত কেবলমাত্র চিকিৎসা ভিসা ছাড়া অন্য ভিসা বা টুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। সে কারণে বেশির ভাগ লোকই টুরিস্ট ভিসায় প্রতিবেশি দেশে ভ্রমন করা কিংবা তাদের মানুষ আমাদের দেশে ভ্রমন বন্ধ থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কাজেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যকার ট্রেন চলাচলের উদ্যোগ নিচ্ছি। এই যাত্রী পরিবহনের তারিখ দুই একদিন পেছাতে পারে।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিমাঞ্চল) এর মহাব্যাবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো শামছুজামান, রোলিংস্টক অপারেশন উন্নয়ন প্রকল্প রোলিং স্টক সংগ্রহ) এর প্রকল্প পরিচালক মো মিজানুর রহমান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পঞ্চগড় প্রতিনিধি