পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান জাহেদুল হক আর নেই
পঞ্চগড় সদর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক (৬৮) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি......রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
১৯৮৬ সাল থেকে অদ্যাবধি তিনি ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মৃত্যুর খবর শোনার পরই সকালে জজ কোর্ট সংলগ্ন তাঁর বাসভবনে সমবেদনা জানাতে হাজির হন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বুধবার বিকেল তিনটায় চার মাইলে দ্বারিকামারী/৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি