চসিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে নগরীর খুলশী থানার ১৩নং ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেফ স্কুল কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত মো. আলম (২৮) কুমিল্লার মৃত সুলতান আহমদের ছেলে। নগরীর আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
জানা গেছে, ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খুলশি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক হামিদুর রহমান বলেন, আমবাগানে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ আলমকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক