নন্দীগ্রামে ইরি বোরো রোপন শুরু
বগুড়ার নন্দীগ্রামে ইরি বোরো ধান রোপন শুরু হয়েছে। চলতি ইরি বোরো মৌসুমের ধান উৎপাদনের ল নিয়ে এই অঞ্চলের কৃষকরা মাঠের আবাদী জমিতে ইরি বোরো ধানের চারা রোপন শুরু করেছে। নন্দীগ্রাম উপজেলায় ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়। এই অঞ্চলের কৃষকরা বিপুল পরিমান ফসল উৎপাদন করে অত্রাঞ্চলের খাদ্য চাহিদা পূরনের পরেও ৭০ভাগ ধান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। চলতি ইরি বোরো মৌসুমে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস থেকে ১৯ হাজার ৭শ ৪৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। উৎপাদন হবে ৭৯ হাজার ৮৯০ মেট্রিকটন। আবহাওয়া ভালো থাকায় এ বছর বীজতলায় চারা নষ্ট হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এলাকার কৃষকগন জানিয়েছে, বর্তমানে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন্ মাঠে ইরি বোরো ধান লাগানো শুরু হয়েছে চারা সংকটের কোন সম্ভাবনা নাই। এ বছর অনেক কৃষক তাদের ল্য মাত্রা অনুযায়ী জমি রোপন করেও চারা বিক্রয় করতে পারবে বলে এলাকার কৃষক, মোসকেত, বক্কার, হাবিবুর, মজিবর, রাজু, জয়নাল, মাসুদ রানা, জানিয়েছেন । এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: আদনান বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , কৃষি অফিস থেকে কৃষকদেরকে বীজতলায় চারা তৈরী করার ব্যাপারে ভাল পরামর্শ দেওয়া হয়েছে যার কারনে চারাও ভাল হয়েছে ফলে সুন্দর ভাবে কৃষকরা ইরি বোরো ধান রোপন করতে পারবে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি