চেয়ারম্যানের হেফাজতে দিলেন ইউএনও
মা-বাবা হারা ১০ বছরের শিশু রফিকুল ইসলাকে তার আপন বড় ভাই- ভাবি অজানার উদ্দেশ্যে ট্রেনে তুলে দেওয়া সেই শিশু রফিকুল রাণীনগর উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসারের কাছ থেকে নিয়ে এসে রাণীনগর গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসানের কাছে বুধবার সকাল ১১টায় হস্তান্তর করেন। এসময় তার বড় ভাই শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম তার স্ত্রী জুথী বেগম , খালাতো বোন রেশমাসহ অন্যান্য আত্নীয়স্বজন উপস্থিত ছিলো। রফিকুলকে এক নজর দেখার জন্য উপজেলা পরিষদ চত্বরে উৎসুক জনতার ভীর জমায়। তবে রফিকুল সাংবাদিকদের বলছে আমি নিজেই শনিবার সকাল আনুমানিক ১০টার পরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ এক্্রপ্রেস ট্রেনে সান্তাহার থেকে উঠি। পরে আব্দুলপুর স্টেশানে নেমে সেখানে কিছুক্ষন অপেক্ষার পর রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্্রপ্রেস ট্রেনে চড়ে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি স্টেশানে নামি। আমাকে আমার ভাই-ভাবি অজানার উদ্দেশ্যে ট্রেনে তুলে দেয়নি আমি নিজেই ট্রেনে চড়ে সেখানে যাই।
জানা গেছে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ভবাণীপুর গ্রামের মৃত বাদেশ মন্ডলের ছোট ছেলে রফিকুল ইসলাম। বাবা-মা মারা যাওয়ার পর বড় ভাই শারারিক প্রতিবন্ধী রাজমিস্ত্রি সহকারি শফিকুল ইসলাম তার ছোট ভাইকে নিয়ে শ্বশুর বাড়ি রাণীনগরের পশ্চিম বালুভরা গ্রামে থাকতো। সেখান থেকে মাঝে মধ্যেই রফিকুলের ইচ্চা মতো কখনো হোটেলে কিম্বা দোকানে কাজ করতো। এই সমস্ত কাজ তার ভালো না লাগাই তার খালার সহযোগীতায় রাজশাহীর একটি মাদ্রাসায় ভতিৃ করানো হয়। কিন্তু তার কিছুটা উশৃঙ্খলতার কারণে কোথাও টিকতে পারেনা। এক পর্যায় সে তার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে চলে যেত। তার বেপরোয়া আচরণে আত্নীয়-স্বজন সবাই বিরক্ত হয়ে পরেন। গত ১৫দিন আগে তার খালাতো বোন রেশমার বাড়িতে বেড়াতে এসে দুই দিন থাকার পর নওগাঁ যাব বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।বড় ভাই শফিকুল জানান, রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানের মাধ্যমে জানতে পারি রফিকুল এখন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার ইউএনও হেফাজতে রয়েছে।
রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান জানান, রফিকুলের সন্ধান পাওয়ার পরে রাণীনগরের ইউএনও’র তত্বাবধানে রাজবাড়ি জেলা থেকে বুধবার ভোরে রাণীনগরে আনা হয়েছে। আমি যতটুকু রফিকুল, তার বড় ভাই শফিকুল এবং তার আত্নীয়-স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি ভাই-ভাবি কখনো তাকে অজানার উদ্দেশ্যে ট্রেনে তুলে দেয়নি। যেহেতু সে কিছুটা চঞ্চল স্বভাবের ছেলে হওয়ায় ইচ্ছা মতো চলাফেরা করতো। এর আগেও সাভারে এমন ঘটনা ঘটিয়েছে। মিডিয়াতে তার ভাই-ভাবিকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন হয়েছে বাস্তবে তা সঠিক নয়।উপজেলা নির্বাহী অফিসার আল-মামুনের কাছ থেকে তার ভাই-ভাবি ও স্বজনদের উপস্থিতিতে আমি আপাতত ১মাস দেখাশুনার জন্য নিজ দায়িত্ব নিলাম।রাণীনগর উপজেলা নিবার্হী অফিসার আল মামুন জানান, শিশুটিকে আপাতত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসানের হেফাজতে দিলাম।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি