কাহালুতে নৌকা মার্কার পক্ষে আওয়ামীলীগের গণ-সংযোগ
বগুড়ার কাহালু পৌর নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকায় নৌকা মার্কা মেয়র প্রার্থী আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ এর পক্ষে গণ-সংযোগ করেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
গণ-সংযোগ কালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম রুহুল মোমিন তারিক, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, আওয়ামীলীগনেতা শাফিকুল ইসলাম শফিক, আব্দুল গোফ্ফার করিম, ছামছুদ্দোহা রাবু, আব্দুল আলীম, জিয়া, জুয়েল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ