দেশের সবুজ বাংলার বিশাল ক্যানভাস ব্যবহার করে ইতিহাস গড়তে যাচ্ছি: নানক
বগুড়ার নিভৃত পল্লীর একটি গ্রামের নাম বালেন্দা। জেলার শেরপুর উপজেলার ওই গ্রামটিতে ঢুকতেই দিগন্ত বিস্তীর্ণ ফাকা মাঠ। আর সেই মাঠেই শুভ সূচনা হলো বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এই ব্যতিক্রমী কর্মসূচি নেওয়া হয়েছে। যা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করবে।
শুক্রবার বেলা সাড়ে বারোটায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উচ্চ ফলনশীল দুই ধরণের ধানের চারা রোপনের মাধ্যমে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় আ.লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির পিতা দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন। কৃষককে নিয়ে স্বপ্ন দেখতেন। তাই খাদ্যে স্বয়ংসম্পুর্ণ বাংলাদেশের প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একশ’ বিশ বিঘা জমির বিশালায়তনের এই শস্যচিত্রের মাধ্যমে সেটি ফুটে তোলার জন্য পদযাত্রা শুরু হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে অচিরেই গিনেজ বুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য ইতিহাস গড়বে। তিনি কৃষিবিদদের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, আমাদের দেশের কৃষিবিদরা যে সফল তা এই কর্মযজ্ঞের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। তবে এই কর্মসূচির মাধ্যমে শুধু গিনেজ বুকে বাংলার নাম লেখা নয়, বাংলার বুকে জাতির পিতার নাম যেন চিরতরে লেখা থাকে সেটাই লক্ষ্য। তাই এটাই শেষ নয়, এখান থেকে শুরু সামনের দিকে এগিয়ে যাওয়ার। আর এসকল কিছুর পিছনে মূলচিন্তা হলো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
অপরদিকে বিকেলে স্থানীয় বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত সৃধি সমাবেশে দেওয়া বক্তৃতায় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির জনকের সার্বক্ষণিক চিন্তা-ভাবনায় ছিল বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি। সেইসঙ্গে কৃষকের ভাগ্যেন্নয়ন। কারণ কৃষি ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি কৃষিখাতের দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছিলেন। এজন্যই আজ বাংলাদেশ খাদ্যে স্বনির্ভর। তাঁর ভাবনার সুদুর প্রসারী পরিকল্পনার সুফল আজ চোখে দেখছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ অনুসরণ করে তারই সুযোগ্য কন্য দেশ পরিচালনা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে¡ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি থাকলেও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সেভাবে উদযাপন করা সম্ভব হয়নি। তাই কৃষিপ্রধান এই দেশের সবুজ বাংলার বিশাল ক্যানভাস ব্যবহার করে প্রথমবারের মতো বঙ্গবন্ধু নিয়ে নতুন ধরণের চিত্রকর্ম আঁকতে যাচ্ছি। বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেবে। সেইসঙ্গে দেশের জন্য নতুন ইতিহাস তৈরী হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসব অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন। তিনি বলেন, খাদ্যে স্বংসম্পুর্ণ বাংলাদেশের প্রতীকের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতেন শস্যচিত্রের মাধ্যমে তাদের উচিত জবাব দেওয়া হবে। পাশাপাশি যারা দেশের উন্নয়ন অগ্রগতি ব্যহৃত করতে চায়, তাদেরকেও এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সমীর চন্দ্র, সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্থানীয় জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান, সাংসদ তানভীর শাকিল জয়সহ আওয়ামীলীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠানে সভাপতি শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য দুই ধরনের ধান বেছে নেওয়া হয়েছে নীল ও সোনালী রং। এই নিভৃত পল্লীর বালেন্দা গ্রামের চল্লিশ একক জমির মাঠ প্রস্তুত করতে একশ’ বিএনসিসি সদস্যের দল অংশ নেন। আজ চারা রোপন করা হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে আগামি ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন রেকর্ড সৃষ্টি করে উদ্বোধন করা হবে। বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র হবে এটি। এই শস্যচিত্রে বঙ্গবন্ধুর আয়তন হবে ১২লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রের দৈর্ঘ্য ৪শ’ মিটার এবং প্রস্থ হবে ৩শ’ মিটার। শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রথমবারের মতো গিনেজ বুকে স্থান পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে। পাশাপাশি কৃষকরাও নতুনভাবে উজ্জীবিত হবে বলে জানান তিনি।
ন্যাশনাল এগ্রিকেয়ারের এই প্রকল্পের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে বিগত কয়েকমাস আগে থেকেই কাজ শুরু হয়েছে। এজন্য শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের একত্রে চল্লিশ একক অর্থাৎ ১২০বিঘা জমি কৃষকদের নিকট থেকে লিজ নেওয়া হয়। এরপর বিদেশ থেকে আমদানী করা দুই ধরনের উচ্চ ফলনশীল জাতের ধানের চারা উৎপাদন করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পুরোদমে চারা রোপন কাজ চলছে। ধাপে ধাপে এটি পর্যবেক্ষণ করে সঠিক বিন্যাস নিশ্চিত হবে। আর তখনি শস্যচিত্রে ফুটে উঠবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। যা পাখির চোখে (উঁচু থেকে) এই চল্লিশ একক জমিতে রোপনকৃত ধানের দৃশ্যে জাতির পিতার প্রতিকৃতি ধরা পড়বে। জাতির জনকের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতেই বিশেষ জাতের ধানের চাষের মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করার উদ্দেশ্যেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিশ্বের এই সর্ববৃহৎ শস্যেচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সৃষ্টির জন্য এই বগুড়া জেলার মাটিকে বেছে নেওয়ায় গর্বিত বলে মন্তব্য করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। তিনি বলেন, এই ধরণের ব্যতিক্রমী উদ্যোগ এই অঞ্চলে বাস্তবায়িত হওয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এটি জাতীর পিতার প্রতি শ্রদ্ধা জানানোর এই উদ্যোগ বগুড়ার জন্য স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলে জানান তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি