কাহালু পৌর নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি
শনিবার দুপুরে বগুড়ার কাহালু সরকারি কলেজ সহ বিভিন্ন পৌর নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক ও বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম সহ নির্বাহি ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, ডিবি ও পুলিশের সদস্যবৃন্দ। এ রির্পোট লেখা পর্যন্ত কাহালু পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ