প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৫০

সারিয়াকান্দিতে বাঙ্গালী নদীর তীর রক্ষন কাজের উদ্বোধন করলেন: সাহাদারা মান্নান এম পি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
সারিয়াকান্দিতে বাঙ্গালী নদীর তীর রক্ষন কাজের উদ্বোধন করলেন: সাহাদারা মান্নান এম পি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর তত্তাবধানে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নদী ভাঙ্গন কবলিত কুতুবপুর ইউনিয়নের মাছির পাড়া এলাকায় বাঙ্গালী নদীর ৮০০মিটার বাম তীর সংরক্ষন কাজের উদ্বোধন করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদী ড্রেজিং, পুনঃখনন ও তীর সংরক্ষণ শীর্ষক এক প্রকল্পের আওতায় প্রায় ১৩ কোটি টাকা ব্যায়ে এই কাজের শুভ সুচনা করা হয়।১লা ফেব্রুয়ারী ২০২১ সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। পরে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার তত্তাবধায়ক প্রকৌশলী তারিক আব্দুল্লাহ আল ফায়াজ, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, সাংসদ পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সারিয়াকান্দি পৌরসভার নব-নির্বাচিত মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার,মামুনুর রশিদ হিমু, পৌর আওয়ামীলীগ এর সভাপতি কোরবান আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, সাধারন সম্পাদক আহসান হাবীব বিপ্লব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম নয়ন, ডাঃ জাকির হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।

উপরে