প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৫৭

বগুড়ার শেরপুরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

তীব্র হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার শেরপুরের জনপদ। গত তিনদিন ধরে ভোর থেকে বেলা বারোটা পর্যন্ত উপজেলার কোথাও সূর্য্যরে দেখা মিলছে না। শীতের তীব্রতায় সাধারণ খেটে খাওয়া মানুষগুলো জড়সড় হয়ে পড়েছেন। সামর্থবানরা ঘরে অবস্থান করতে পারলেও খেটে খাওয়া দরিদ্র মানুষের পে তা সম্ভব হচ্ছে না। তাই দু’মুঠো অন্নের জন্য তাদের ছুটতে হচ্ছে কাজের সন্ধানে। জীবন ধারণের জন্য প্রচন্ড শীতের সঙ্গে পাল্লা দিয়েই চলতে হচ্ছে ওদের।

এদিকে শীতের কারণে শহরের ফুটপাত ও হকার্সসহ বিভিন্ন মার্কেটে শীতবস্ত্র বিক্রির হিড়িক পড়েছে। তবে শীতকে পুঁজি করে গার্মেন্টস ব্যবসায়ীরা পোশাকের দামও বাড়িয়ে দিয়েছেন কয়েকগুন। অনেক শীতার্ত মানুষদেরকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এছাড়া শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে চারদিকে শীতজনিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। এলাকার বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। তবে আক্রান্তদের মধ্যে বেশির ভাগই করোনা আতঙ্কে বাসা-বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শীতের তীব্রতায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। সেইসঙ্গে উপজেলার দশটি ইউনিয়নের কমবেশি সব গ্রামগুলোতেই শীতজনিত রোগ দেখা দিয়েছে। তবে বাঙালী ও করতোয়া নদীর উপকূলবর্তী সুঘাট, খানপুর, খামারকান্দি, গাড়িদহ ও মির্জাপুর ইউনিয়নগুলো ব্যাপকহারে শীতজনিত রোগ ছড়িয়ে পড়েছে। প্রতিদিন ওইসব ইউনিয়নের কোনো না কোন গ্রামের বৃদ্ধ ও শিশু নিউমোনিয়া, আমাশয় অথবা জ্বরে আক্রান্ত হচ্ছেন। তাই প্রতিদিনই অসংখ্য রোগী শীতজনিত বিভিন্ন রোগের জন্য ওষুধ কিনতে দোকানে দোকানে ছুটছে।

দিন গড়িয়ে রাত পেরোনোর পর ক্রমেই বাড়তে থাকে কুয়াশা। একইসঙ্গে বইতে শুরু করে হিমেল হাওয়া। কুয়াশার দাপটে সকালে মহাসড়কে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে গাড়ীর চালক গতি নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে চলতে বাধ্য হচ্ছেন। এতে সময়মত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছেন না-এমনটাই জানালেন ট্রাক চালক হযরত আলী, কামাল আহমেদ, আব্দুল মোমিনসহ একাধিক যানবাহনের চালক। তাঁরা জানান, দিন যত যাচ্ছে কুয়াশার দাপট ততই বাড়ছে। সন্ধ্যার পর সড়ক-মহাসড়ক ধরে উত্তরের জেলা শহরগুলোতে যেতে বেশ সমস্যা হচ্ছে। ফাঁকা স্থানগুলোয় কুয়াশার দাপটে গাড়ি টানাই যায় না। চারদিক থেকে কুয়াশা চেপে আসায় যেন কিছুই চোখে পড়তে চায় না বলে এসব চালকরা জানান। রিকসা চালক শাজাহান আলী জানান, গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। মনে হচ্ছে বিগত কয়েক বছরের মধ্যে এবার শীত বেশি। তাই এবারের শীতে একেবারেই কাহিল হয়ে পড়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের জানান, শীতের কারণে মানুষের নিউমোনিয়া, সর্দ্দি, জ্বর, কাশি, আমাশয় রোগ হচ্ছে। এসব রোগে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। তিনি আরও বলেন, এসব রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকের চেয়ে একটু বেশি রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। সাধ্যানুযায়ি তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে ওই কর্মকর্তা দাবি করেন।অপরদিকে দিনের বেশির ভাগ সময় কুয়াশায় ঢেকে থাকার কারণে চাল উৎপাদন ব্যহৃত হচ্ছে। সূর্যের তাপ কম থাকায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত সময় লাগছে এক চাতাল ধান উঠতে।

উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, বিগত এক সপ্তাহ ধরেই সূর্যের তেমন তাপ নেই। তাই তাদের চাতালের সিদ্ধ ধান উঠতে বেশকয়েকদিন সময় লাগছে। ফলে বাজারের চাহিদা অনুযায়ী চাল উৎপাদন ব্যহৃত হওয়ায় সংকট লেগেই আছে। আর এই কারণে চালের দামও বাড়ছে বলে জানান তিনি।

উপরে