প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৫৫

রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘শিব জ্ঞানে জীব সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এর আগে কামারপুকুর ইউনিয়ন পরিষদের পাশে সত্যেন্দ্রনাথ সরকারের উঠানে শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি অতুল চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ ব্রক্ষ্মচারী নারায়ন, ওই সেবাশ্রমের পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী ধনজ্ঞয় চন্দ্র রায়, শ্রী জগদীশ চন্দ্র অধিকারী, কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, কামারপুকুর কলেজের অধ্যক্ষ অরুণ কুমার দাস, শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি যোগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সদস্য নিহার রঞ্জন দাস, নীলফামারীর সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় মিরু ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাস  ও প্রমুখ।          

উপরে