প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:১২

কুড়িগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

কুড়িগ্রামে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী রাসেল বাবুকে ফাঁসির আদেশ দিয়েছেনে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।

ফাঁসির রায়প্রাপ্ত রাসেল বাবু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে এ রায় দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্রাহাম লিংকন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত পিংকী খাতুন শিল্পী জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকসংলগ্ন এলাকার হাতেম আলীর মেয়ে।

রাসেল বাবু নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারসংলগ্ন এলাকার সাইফুর রহমানের ছেলে। তিনি পিংকীর দ্বিতীয় স্বামী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে পিংকীর সঙ্গে পার্শ্ববর্তী বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে সোলায়মান আলীর বিয়ে হয়। বিয়ের তিনমাসের মধ্যে বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

এর কিছুদিন পর অভিভাবকদের না জানিয়ে পিংকী রাসেল বাবুর সঙ্গে পালিয়ে বিয়ে রেজিস্ট্রি করেন।

দেড় বছর একসঙ্গে থাকার পর যৌতুকের জন্য স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান রাসেল বাবু। এ সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা পিংকী তার বাবার বাড়িতে ফিরে আসেন।

সেখানে অবস্থান কালে পিংকীকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাতে পিংকী রাজি হননি। এতে ২০১১ সালের ২৭ মে দুপুরে বাড়ির লোকজনের অনুপস্থিতে পিংকীর মুখে গামছা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করেন রাসেল। লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে পালিয়ে যান তিনি।

উপরে