প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:২৯

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যু, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যু, গ্রেফতার ৪

বগুড়ায় বিষাক্ত মদপানে ১৬ জন মারা যাওয়ার ঘটনায় চারজন অ্যালকাহোল বিক্রেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার বগুড়ার পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া শহরের ফুলবাড়ি এলাকারপারুল হোমিও ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী নুরুন্নবী (৫৮), শহরের গালাপট্টির মুন হোমিও হলের স্বত্বাধিকারী আব্দুল খালেক (৫৫), গালাপট্টি এলাকার হাসান হোমিও হলের কর্মচারী আবু জুয়েল (৩৫), করতোয়া হোমিও হলের স্বত্বাধিকারী শহিদুল আলম সবুর (৫৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হোমিওপ্যাথিক ওষুধের দোকানে অবৈধভাবে অ্যালকাহোল সরবরাহ করেছেন। সেই অ্যালকাহোল পানে গত তিন দিনে বগুড়ায় কসপক্ষে ১৬ জন মারা যান। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিষাক্ত রেক্টিফাইট স্পিরিট পানে ৮ জনের মৃত্যু হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, বিষাক্ত মদপানে মৃত ব্যক্তিদের পরিবারের অনেকেই গোপনে মরদেহ দাফন করেছেন। আবার মদপানে মৃত্যুর বিষয়টি অস্বীকার করায় পুলিশের হিসেবে মৃত্যুর সংখ্যা কম দেখানো হয়েছে।

উপরে