প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৩৯

বগুড়ার কাহালুতে বসত-বাড়ীতে হামলা ভাংচুর মারপিটে আহত ১

কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে বসত-বাড়ীতে হামলা ভাংচুর মারপিটে আহত ১

বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের লহরাপাড়া গ্রামে বসত-বাড়ীতে হামলা ভাংচুর, মারপিটে ফারুক হোসেন (৪৫) নামক এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লহরাপাড়া গ্রামের আসাদ আলীর পুত্র ফারুক হোসেনের বাড়ীতে প্রতিপক্ষের লোকজন হামলা ভাংচুর করে নগদ টাকা, ধান ও জিনিসপত্র লুটপাট করেন। আহত ফারুক হোসেনের স্ত্রী সাহেরা বেগম ও তার মেয়ে ফাতেমা খাতুন জানান, সন্ধ্যায় পূর্ব পরিকল্পিত ভাবে বিএনপি ও জামায়াতের লোকজন লহরাপাড়া গ্রামের রোস্তম আলী, হায়দার আলী তার পুত্র হোজাইফা, নুর আলমের পুত্র আহসান, মাহবুরের পুত্র নাঈম, সাজুর পুত্র ইসমাইল সহ প্রায় ২৫/৩০ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের বাড়ীতে ঢুকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে বাড়ীর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। তারপর বাড়ীর আসবারপত্র ভাংচুর ও তছনছ করে বাড়ীতে থাকা নগদ ৫ লক্ষ টাকা ও ২০ মন ধান তারা লুট করে নিয়ে যান। এ সময় ফারুক হোসেন বাঁধা দিলে তাকে  মারপিট করে গুরুতর আহত করে তারা হুমকি প্রদান করে চলে যান। পরে ফারুক হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সে বর্তমানে কাহালু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অত্র গ্রামের নাম প্রকাশে অনুচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ফারুক হোসেন অন্য দলের সমর্থক হওয়ায় তার বাড়ীতে হামলা করেন প্রতিপক্ষরা। এ ব্যাপারে প্রতিপক্ষ রোস্তম আলীর সাথে কথা বলা হলে তিনি মারপিটের ঘটনা নিশ্চিত করলেও লুটপাটের বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় কাহালু থানায় মামলার প্রস্তুতি চলছিল।

উপরে