প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৪২

বগুড়ায় বিসিএল গ্রুপকে আইএসও সার্টিফিকেট প্রদান

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বিসিএল গ্রুপকে আইএসও সার্টিফিকেট প্রদান

টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্রুপ-এ গত মঙ্গলবার হোটেল মম ইন নওদাপাড়া বগুড়ায় কনফারেন্স হলে আন্তর্জাতিক মান উন্নয়ন সংস্থা ৬টি প্রতিষ্ঠানকে আইএসও সার্টিফিকেট প্রদান করে।বিসিএল গ্রুপের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের হাতে সার্টিফিকেট তুলে দেন আইএসও‘র পরামর্শক মোঃ রাকিবুর রহমান। উপস্থিত ছিলেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, পরিচালক (চিফ প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন,বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-১ সারওয়ার মোহাম্মদ বাবু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-২ সাবিত হাসান বাবু প্রমূখ। বিসিএল গ্রুপের ৬টি অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল পেপারস মিলস লিঃ, বিসিএল বোর্ড মিলস লিঃ,বিসিএল ফুড এন্ড বেভারেজ লিঃ, বিসিএল সিরামিকস ইন্ডাট্্িরজ লিঃ, মম ইন লিঃ,বিসিএল ফুইড সিষ্টেম লিঃ কে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা আইএসও সার্টিফিকেট প্রদান করে। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন মম ইন এর জেনারেল ম্যানেজার মোঃ জুয়েল খানসহ সার্টিফিকেট প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন এই সার্টিফিকেট বিসিএল গ্রুপকে আরও দায়িত্বশীল করবে এবং এই স্বীকৃতি বিসিএল গ্রুপকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। ব্র্যান্ডের সঙ্গে থাকতে হলে নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরী করতে হবে। তারা আরও বলেন ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। অনুষ্ঠানে বিসিএল গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপরে