প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:৪৮

বগুড়ায় মুন ও মাহি হোমিও হলকে সাড়ে ৩লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় মুন ও মাহি হোমিও হলকে সাড়ে ৩লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

বগুড়ায় বিষাক্ত মদপানে বিভিন্ন এলাকায় মৃত্যুর ঘটনাতে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। যার ধারাবাহিকতায় বুধবার সকালে শহরের গালাপট্টি এলাকায় অবস্থিত মুন এবং মাহি হোমিও হলে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে পৃথকভাবে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা এবং মো. তাসনিমুজ্জামান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আকষ্মিক অভিযান চালায় শহরের সুপরিচিত এবং সর্বোচ্চ হোমিও ঔষধ বিক্রেতাকারী এই দুই প্রতিষ্ঠানে। অভিযানে মুন হোমিও হলে অনুমোদনহীন ও মেয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রয়, মিসব্র্যান্ডেড ঔষধ সংরক্ষণ এবং ডাক্তার ছাড়াই ঔষধ বিক্রির অপরাধে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (গ) এবং ২৭ ধারায় ১ লক্ষ ৭০ হাজার টাকা এবং ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় আরো ৩০ হাজার টাকা মোট ২ লক্ষ টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট তাসনিমুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। একই অপরাধে পাশের প্রতিষ্ঠান মাহি হোমিও হলে ১ লক্ষ ৫০ হাজার টাকা (দেড় লক্ষ) টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। জরিমানার পাশপাশি দুই প্রতিষ্ঠান থেকেই জব্দ করা হয় অনুমোদনহীন এবং মেয়াদোর্ত্তীণ হোমিও ঔষধসমূহ এবং তাদের মজুদখানা পরিদর্শন করে সবকিছু সুষ্ঠু এবং বৈধ পরিবেশে রাখার লক্ষ্যে ৭দিনের সময় বেধে দিয়ে সতর্ক করে দেওয়া হয়। এসময় ঔষধ প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে লাইসেন্সবিহীনভাবে চলা হোমিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

উপরে